ডিপ্লোমা বনাম বিএসসি ইঞ্জিনিয়ার

দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ার দু’জনেই গুরুত্বপূর্ণ, তবে তাদের ভূমিকা ভিন্ন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার: মূলত প্রযুক্তিগত দক্ষতা, হাতে-কলমে কাজ ও বাস্তব প্রয়োগে পারদর্শী। বিশ্বের বিভিন্ন দেশে তারা পরিচিত Engineering Technologist/Technician হিসেবে।
বিএসসি ইঞ্জিনিয়ার: দীর্ঘ ৪–৫ বছরের কঠিন একাডেমিক পরিশ্রম ও গবেষণার মধ্য দিয়ে তৈরি হয় Professional Engineer। তারা প্রকল্পের ডিজাইন, বিশ্লেষণ, নিরাপত্তা ও নেতৃত্বের দায়িত্ব বহন করেন।
কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপে স্পষ্টভাবে আলাদা করা আছে বিএসসি ইঞ্জিনিয়াররা হন Professional/Chartered Engineer ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হন Technologist/Technician
বাংলাদেশের পলিটেকনিক ইন্সটিটিউট গুলোতে হাতে কলমে বা প্রাকটিক্যাল নলেজ কতটুকু দেয়া হয় বা মানসম্মত ইন্সট্রাক্টর সেখানে কয়জন এভেইলএবল আছে সেটা সন্দিহান (নিজ দেখা ও বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি )। সবার কথা বলছি না, কিছু কিছু পলিটেকনিকের ফ্যাসিলিটি ভালো।
এখন আসি কর্মক্ষেত্রে মূল পার্থক্য কোন জায়গায়?
আমি আমার স্বল্প জ্ঞানে, আমার ব্যাগ্রাউন্ড এর বেসিসে, সাধারনের বোধগোম্য করার জন্য খুব ই সহজে বিষয়গুলো উপস্থাপন করলাম ,(বাস্তবে বিষয়গুলো এত সহজ না)। কোনো ভুল বা অসম্পূর্ণ ইনফো মনে হলে অভিজ্ঞরা কারেকশন করে দিবেন কাইন্ডলি।
ধরেন, আমরা একটি ম্যাস প্রোডাক্ট উৎপাদন করতে চাই। পুরো প্রক্রিয়ায় ডিপ্লোমা টেকনিশিয়ান এবং বিএসসি ইঞ্জিনিয়ারের ভূমিকা ভিন্ন, কিন্তু উভয়ই অপরিহার্য।
১) Raw Material Preparation (কাঁচামাল প্রস্তুতি)
ডিপ্লোমা টেকনিশিয়ান: কাঁচামাল সংগ্রহ, গুণগত মান যাচাই (Quality Inspection), স্টকিং ও প্রাথমিক প্রসেসিং (Primary Processing)।
বিএসসি ইঞ্জিনিয়ার: কাঁচামালের উৎস নির্ধারণ, মান নিয়ন্ত্রণ নীতি (Quality Standards), সাপ্লাই চেইন (Supply Chain) পরিকল্পনা ও অপ্টিমাইজেশন।
২) Production Line Setup (প্রোডাকশন লাইন সেটআপ)
ডিপ্লোমা টেকনিশিয়ান: মেশিন সেটআপ (Machine Setup), হাতের কাজ (Manual Operations), লাইন পরিচালনা (Line Supervision)।
বিএসসি ইঞ্জিনিয়ার: প্রোডাকশন লাইন ডিজাইন (Line Design), লাইন ব্যালান্সিং (Line Balancing), প্রোডাকশন ক্যাপাসিটি (Production Capacity) নির্ধারণ।
৩) Assembly / Manufacturing Process (অ্যাসেম্বলি / উৎপাদন প্রক্রিয়া)
ডিপ্লোমা টেকনিশিয়ান: যন্ত্রপাতি চালনা, অংশগুলো একত্র করা (Component Assembly), প্রোডাকশন স্টেজে কার্যকরী কাজ সম্পাদন।
বিএসসি ইঞ্জিনিয়ার: অ্যাসেম্বলি প্রটোকল তৈরি, মান যাচাই (Quality Verification), প্রক্রিয়ার সময় ও স্টেপ নির্ধারণ।
এখানে product generic । যেকোনো প্রোডাকশন লাইন (electronics, FMCG, machinery) এ প্রযোজ্য।
৪) Testing & Quality Control (টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল)
ডিপ্লোমা টেকনিশিয়ান: ফাংশনাল টেস্টিং (Functional Testing), ইনলাইন চেক, পারফরম্যান্স যাচাই।
বিএসসি ইঞ্জিনিয়ার: টেস্ট প্রটোকল ডিজাইন (Test Protocol Design), ফলাফল বিশ্লেষণ (Result Analysis), সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা (Problem Solving & Improvement Planning)।
৫) Finishing & Packaging (ফিনিশিং ও প্যাকেজিং)
ডিপ্লোমা টেকনিশিয়ান: লেবেলিং (Labeling), প্যাকেজিং লাইন পরিচালনা (Packaging Line Operation)।
বিএসসি ইঞ্জিনিয়ার: লজিস্টিক পরিকল্পনা (Logistics Planning), প্যাকেজিং স্ট্যান্ডার্ড (Packaging Standards) এবং নিরাপত্তা (Safety Compliance) নিশ্চিত করা।
৬) Distribution (ডিস্ট্রিবিউশন)
ডিপ্লোমা টেকনিশিয়ান: শিপিং (Shipping), গুদাম ব্যবস্থাপনা (Warehouse Handling), লোডিং (Loading)।
বিএসসি ইঞ্জিনিয়ার: সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন (Supply Chain Optimization), খরচ ও সময় ব্যবস্থাপনা (Cost & Time Management)।
প্রশ্নঃ বাংলাদেশ বিগত বছরে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনি গুলো কি করেছে? উত্তর হচ্ছে ভাই আপনার হাতে সব রিসোর্স এভেইলএবল আছে, কষ্ট করে দেখে নিয়েন দেশে এবং দেশের বাইরে কি করেছে এবং করতেছেন।
এখন আসি কখন একজন লোক “Engineer” শব্দটি তার নামের আগে ব্যবহার করতে পারবে?
বাংলাদেশে
বাংলাদেশে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃত হওয়ার জন্য, সাধারণত BSc in Engineering ডিগ্রি থাকা প্রয়োজন এবং Bangladesh Professional Engineers Registration Board (BPERB) এর মাধ্যমে নিবন্ধিত হতে হয়।
নিবন্ধন পাওয়ার পরে “Engineer” বা “Engr.” টাইটেল ব্যবহার করা যায়।
Diploma বা Technologist-দের সাধারণত নামের আগে “Engineer” ব্যবহার করার আইনি অধিকার নেই, তারা শুধুমাত্র Technician/Technologist হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক মান
চলতি নিয়ম (UK, Canada, Australia, USA, EU):
শুধুমাত্র Professional/Chartered Engineer (PE/CEng/P.Eng) বা সমমানের লাইসেন্সধারী ইঞ্জিনিয়ার নামের আগে “Engineer” ব্যবহার করতে পারে।
Technologist বা Technician এর জন্য নামের আগে “Engineer” ব্যবহার করা অনুমোদিত নয়। যেমনঃ
UK: Chartered Engineer → “Engr. Mr. X”
Canada: Professional Engineer (P.Eng) → “Mr. X, P.Eng”
USA: Licensed Professional Engineer (PE) → “Mr. X, PE”
পরিশেষে বলবো যে, আমরা কাউকে ছোট করতে চাই না বা সেটা আমাদের উদ্দেশ্য ও না। আপনার যোগ্যতা ও মেধার উপর আপনার পূর্ণ আস্থা থাকলে আপনার তো টেনশনের কোনো কারণ নেই। আমরা চাই কোনো কোটা না, মেধার মাধ্যমে যোগ্য লোকদের নিয়ে এই দেশ গড়ে উঠুক। পুরো লেখা পড়ার জন্য ধন্যবাদ।
লেখক: মশিউর রহমান, ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (৩য় বর্ষ), বুয়েট।















