বলিউডে মেধা নয়, বাজেট দেখে কাস্টিং হয় : ইমরান খান

বলিউডে অভিনয়শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে বাজেটকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক পডকাস্টে পর্দার পেছনের এমন কঠিন বাস্তবতা তুলে ধরলেন অভিনেতা।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘মাত্রু কি বিজলি কা মন্ডোলা’-সিনেমায় নিজের কাস্টিংয়ের উদাহরণ টেনেই এমন বিস্ফোরক দাবি করেন ইমরান।
এই অভিনেতা জানান, বিশাল ভরদ্বাজ পরিচালিত ওই সিনেমার জন্য তিনি নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তিনি। সেখানে প্রথমে অজয় দেবগনকে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে বাজেটের সীমাবদ্ধতার কারণে ইমরানকে সুযোগ দেওয়া হয়।
অভিনেতা বলেন, আসলে কোন চরিত্রটির জন্য কোন অভিনেতা সঠিক, সেটি ভেবে কাস্টিং করা হয় না। বরং দেখা হয় কোন অভিনেতাকে নিলে সিনেমার বাজেট কম হবে এবং সিনেমাটি কত টাকা আয় করতে পারবে।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের পারিশ্রমিক নিয়ে ইমরান জানান, মাত্র ২৫ বছর বয়সেই তিনি সফলতার দেখা পেয়েছিলেন। সে সময় তিনি সিনেমা প্রতি ৭ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত আয় করতেন। তবে একদম শুরুর দিকে মাত্র ৫ লাখ রুপিতেও কাজ করতে রাজি হতেন অভিনেতা।
দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা এই অভিনেতা নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়েও কথা বলেন। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পর তীব্র অবসাদে ভোগেন। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে ‘হ্যাপি প্যাটেল’ সিনেমার মাধ্যমে আবারও বলিউডে ফিরতে চলেছেন ইমরান খান। পর্দায় তার এই প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা।














